Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to the information portal of the District Food Controller's Office, Manikganj.


কী সেবা কীভাবে পাবেন

কি সেবা

কি ভাবে পাবেন

মন্তব্য

অভ্যন্তরীণ খাদ্য শস্য সংগ্রহ

  •  সরকার ঘোষিত সময়ে সংগ্রহ মৌসুমে ধান/ চাল/গম ক্রয় করা হয়।

কৃষকের নিকট হতে সরাসরি ধান ক্রয় করা হয়।

কৃষক প্রত্যয়নপত্রসহ সরকারী খাদ্য গুদামে ধান বিক্রয় করতে পারবেন।

লাইসেন্সধারী মিলারগণ সংগ্রহ মৌসুমে তার মিলের ক্ষমতানুযায়ী চাল সরকারী খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।

 

বৈদেশিক খাদ্য শস্য সংগ্রহ

প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মাধ্যমে এলসির মাধ্যমে বিদেশ হতে খাদ্য শস্য ক্রয় করে থাকে।

 

চাল কল লাইসেন্স প্রদান

মিলারের আবেদনের প্রেক্ষিতেজেলায় অবস্থিত চালকলের   লাইসেন্স প্রদান করা হয়।

মিলার সংগ্রহ মৌসুমে বরাদ্দ প্রাপ্ত হতে সরকারী গুদামে চাল সরবরাহ করতে পারেন।

প্রদত্ত চালকলের লাইসেন্স জুন মাসে নবায়ন করা হয়

 

পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের ফ্রুডগ্রেইন লাইসেন্স প্রদান

জেলার সকল পাইকারী ওখুচরা খাদ্য সষ্য(চাল, গম, আটা, ধান, ছয়াবিন তেল, ডাল) ব্যবসায়ীদের ফ্রুডগ্রেইন লাইসেন্স প্রদান করা হয়।

প্রদানকৃত লাইসেন্স জুন মাসে নবায়ন কর হয়।

বাজার দরের মনিটরিং কর হয়।

 

সংগৃহীত ধান ছাটাই

লাইসেন্সধারী মিলারের মাধ্যমে গুদামে রক্ষিত ধান ছাটাই করা হয়।

ছাটাইকৃত ধানের বিল প্রদান করা হয়।

 

অভ্যন্তরীণ সড়ক পরিবহন ঠিকাদার নিয়োগ

জেলার অভ্যন্তরে খাদ্য শস্য গুদাম হতে গুদামে প্রেরণের লক্ষ্যে সড়ক পরিবহন ঠিকাদার নিয়োগ করা হয়।

যোগ্য ব্যক্তি/প্রতিষ্ঠানকে দরপত্রের মাধ্যমে ঠিকাদার হিসেবে নিয়োগ করা হয়।

প্রদত্ত চলাচল সূচী অনুযায়ী ঠিকাদারের বিল পরিশোধ করা হয়।

 

শ্রমও হস্তার্পন ঠিকাদার নিয়োগ

খাদ্য গুদামের খাদ্য শস্য বোঝাই/খালাস কাজে শ্রম ও হস্তার্পন ঠিকাদার নিয়োগ করা হয়।

যোগ্য ব্যক্তি/প্রতিষ্ঠানকে দরপত্রের মাধ্যমে ঠিকাদার হিসেবে নিয়োগ করা হয়।

ঠিকাদার কর্তৃক কাজের বিল পরিশোধ করা হয়।

 

বিধিবদ্ধ রেশন/স্বল্প মূল/ ও.এম.এস ডিলার নিয়োগ

সরকারী ঘোষনা অনুযায়ী বিধিবদ্ধ রেশন/স্বল্প মূলে খাদ্য শষ্য বিক্রয়/ও.এম.এস এর মাধ্যমে খাদ্য শস্য বিক্রয় করা হয়।

নীতিমালা অনুযায়ী ব্যক্তি/প্রতিষ্ঠানকে বিজ্ঞপ্তির মাধ্যমে ডিলার নিয়োগ করা হয়।

নিয়োগকৃত ডিলারের মাধ্যমে খাদ্য শস্য বিক্রয় তদারকী করা হয়।

 

টিআর/কাবিখা/জিআর/ভিজিডি/ ভিজিএফ ও অন্যান্য

ত্রাণ মন্ত্রালয়সহ অন্যান্য মন্ত্রনালয়ের বরাদ্দানুযায়ী ডিও‌র মাধ্যমে খাদ্য শস্য বিতরণ করা হয়।

ডিওধারী স্ব-স্ব গুদাম হতে খাদ্য শস্য উত্তোলণ করে প্রকল্প বাস্তবায়ন করেন।

 

ইপি/ওপি খাতে খাদ্য শস্য বিতরণ

জেলার পুলিশ আনসার, ফায়ার সার্ভিস, জেলখানা ও মুক্তিযোদ্ধাদের সরকারী মূল্যে খাদ্য শস্য সরবরাহ করা হয়।

 

মিলার/ডিলার/ঠিকাদারের বিল পরিশোধ

সরকারী আর্থিক বিধি মোতাবেক নিয়োজিত মিলার/ ডিলার/ঠিকাদারের কাজের প্রাপ্য বিল পরিশোধ করা হয়।

 

তথ্য প্রদান

আবেদনের প্রেক্ষিতে বিধি মোতাবেক তথ্য সরবরাহ করা হয়।